
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি–টেংরা আঞ্চলিক সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি ) বিকেল আনুমানিক ৫টার দিকে শ্রীপুর থেকে জৈনা বাজারগামী আঞ্চলিক সড়কের সাঁইটালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে আরোহী আমিনুল ইসলামের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।