আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নিজের পরিচাপায় চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের জাম্বরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাদায় আটকে যাওয়া মাটিভর্তি লরিটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে ঠেলে তোলার সময় লরির ইঞ্জিন এসে চালকের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে চালকের সহকারী। ওই চালকের নাম দুখু মিয়া (২৮)।
স্থানীয় বাসিন্দা লিপি আক্তার বলেন, কয়েক দিন ধরে ঢাকার এক মালিকের প্রজেক্টের ভেতরে পুকুর খননকাজ চলছে। শনিবার দুপুরে পুকুরের তল থেকে মাটি ভরে ওপরে ওঠার সময় কাদায় লরি ফেঁসে যায়। পরে একটি ভেকু ঠেলা দিলে লরির ইঞ্জিন উল্টে চালকের ওপর পড়ে।
প্রোজেক্টের কেয়ারটেকার সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রোজেক্টের মালিকের বাড়ি ঢাকায়, তিনি বিদেশে থাকেন বলে জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মৃত্যুর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।