
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে মহনা (১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওনা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত মহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। তারা নগর হাওনা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মহনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করেন এবং মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মহনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে বাবাকে আত্মহত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় সে। পরে তাকে উদ্ধার করা হলেও দেখা যায় কিশোরীটি মারা গেছে।
নিহতের বাবা মহিউদ্দিন বিলাপ করতে করতে বলেন, “সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি।”
এলাকায় শোকের ছায়া: মাত্র ১১ বছর বয়সী একটি শিশুর এমন তুচ্ছ কারণে আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন।
শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক তাজুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।