মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
ঘোষনা
কবি রিপন শানকে নিয়ে শব্দকুঠি সাহিত্য অঙ্গনের ৭৭ তম আসর আগামি ৩১ অক্টোবর ।। ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিরপুর ট্রাফিক ডিসি গৌতম কুমার বিশ্বাস সিরাজগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু বৈধ পথে বিদেশে যাওয়ার দিকনির্দেশনায় শীর্ষে ওয়ার্ল্ডওয়াইড ইমিগ্রেশন কনসালটেন্সী নাটোরে সার ডিলার হিসেবে স্বীকৃতি চেয়ে বীজ ব্যবসায়ীদের মানববন্ধন চৌগাছায় জোর করে ধর্মান্তরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত কড়া নিরাপত্তায় কোলকাতার ঘাটে ঘাটে পালিত হলো ছট উৎসব নীলফামারী- ৩ জলঢাকা আসনে ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ৭৭ বছরের গৌরবগাথা: সীমান্তের অটল প্রহরী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বর্মাছড়িতে সেনা অভিযান: ইউপিডিএফের উসকানিমূলক তৎপরতায় গোয়েন্দা সতর্কতা লক্ষ্মীপুরের মেয়ে সুবাইতা বিটিভির নতুন কুড়ি ২০২৫ প্রতিযোগিতায় প্রথম স্থানে ধনবাড়ীতে কর্নেল আজাদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ ফার্মেসি বলাই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা। রাঙামা প্রতীকে ইসলামী’র প্রতিবাদ সমাবেশ: ৫ দফা দাবিতে গণআন্দোলনের ডাক মনপুরা রামনেওয়াজ লঞ্চ ঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ বাহিনীর বিশেষ অভিযান মাহমুদ হাসান খান বাবু — চুয়াডাঙ্গা-০২ বিএনপির মনোনীত প্রার্থী

গাজীপুরে হাত-পা ও মুখ বেঁধে অটোচালককে গলা কেটে খুন, গ্রেফতার ৫

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩১৪ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে হাত, পা, মুখ বেঁধে গলা কেটে চালক মনিরুল ইসলামকে (২২) খুন করে অটোরিক্সা ছিনিয়ে নেয় ছিনতাইকারী। ক্লুলেস এ ঘটনার চারদিনের ব্যবধানে রহস্য উদঘাটন করেছে গাজীপুর জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ কিশোর ও যুবককে গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার (২৪ মার্চ) বিকেলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

হত্যার শিকার মনিরুল ইসলাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুলদিয়ার গ্রামের কাঙ্গাল প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃতরা হলো শান্ত (২০), সুমন দাস (২০), শাহীন ইসলাম (১৯), লিপন ওরফে রিপন (২১) এবং আলম হোসেন (২৮)।

এসপি এস এম শফিউল্লাহ জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকার ভাড়া বাসায় থেকে অটোরিক্সা চালাতো মনিরুল ইসলাম। গত ১৭ মার্চ বিকেলে বাসা থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। রাতে বাসায় না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক বরাবো গ্রামের সরকারি পুকুরের পাশে আকাশমনি গাছের বাগানে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মনিরুল ইসলামের লাশ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ক্লুলেস এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ওই ৫ জন কিশোর ও যুবককে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। এসময় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নিহতের ছিনতাইকৃত অটোরিক্সা ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে

পুলিশ সুপার গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে জানান, ঘটনার দিন বিকেলে যাত্রীবেশে শান্ত, শাহীন ও সুমন দাস কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে মনিরুলের অটোরিক্সা ভাড়া করে কালিয়াকৈরের মৌচাক চা বাগান এলাকায় নিয়ে যায়। রাত ১০টার দিকে সেখান থেকে তারা ওই রিক্সা নিয়ে বরাবো এলাকার সরকারি পুকুরের পার্শ্ববর্তী আকাশমনি গাছের বাগানে যায়। সেখানে শান্ত ও শাহীন স্কচটেপ দিয়ে মনিরুলের মুখ ও দুই হাত পেঁচিয়ে ফেলে এবং ঝুট কাপড় দিয়ে দুই পা বেঁধে ফেলে। পরে তারা ঝুট কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে মনিরুলকে শ্বাসরোধ করে। পরে সুমন দাস এন্টিকাটার দিয়ে গলাকেটে মনিরুলকে খুন করে নিহতের অটোরিক্সাটি নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাইকৃত ওই অটোরিক্সা মহানগরের বাসন থানা এলাকার আলমের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে। এর প্রেক্ষিতে ক্লুলেস ও চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উন্মোচন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991