সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান জিরো পয়েন্টের সামনে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে রাত সাড়ে ৯টার পর। প্রত্যক্ষদর্শীরা জানান, জিরো পয়েন্ট মোড়ের উত্তর পাশে—জিপিও ভবনের পশ্চিম পাশে আইল্যান্ড সংলগ্ন স্থানে হঠাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের বর্ণনায়, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি দ্রুতগতিতে এসে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের পরপরই স্থানীয় লোকজন ভয়ে ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে পল্টন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ চলছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।