মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে ১ কেজি হেরোইন (বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা) উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সিয়াম (১৯)। সে গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
গত রবিবার (২৩ নভেম্বর ২০২৫) রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি সদর (সিপিএসসি) এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকাসহ একটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশের অভ্যন্তরে পাচার করে আসছিল। চক্রের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত কৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করত। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর অবশেষে র্যাব এই সফল অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে, সে পদ্মার চরাঞ্চল থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং পরে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত। গতকালের চালানটিও সে বাড়ির চালের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রেখেছিল। উপস্থিত সাক্ষীদের মাধ্যমে র্যাব সদস্যরা সেখান থেকে হেরোইন উদ্ধার করেন।
র্যাব আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সে আত্মগোপনে চলে যেত। বর্তমানে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।