 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে মো. বরকত আলী (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল পহেলা বৈশাখে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর ১৬ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির রান্নাঘরে রশি দিয়ে আত্মহত্যা করেন বরকত।
পরিবারের সদস্যরা তাকে গোদাগাড়ী ৩১ বিশেষজ্ঞ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।