নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, গোদাগাড়ী ইউনিয়নের মুরালীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়ের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় এবং আইন লঙ্ঘন করে বিয়ের আয়োজন করায় কনের পরিবারের ওপর ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ যদি আইন ভঙ্গ করে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান চালু থাকলে বাল্য বিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে। সমাজের প্রতিটি স্তরে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আরও বেশি প্রচার-প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন স্থানীয়রা।
উল্লেখ্য, বাংলাদেশে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিবাহ সম্পন্ন করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের এই ধরনের তৎপরতা সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।