
গোদাগাড়ীতে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, আহত ২
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
এদিকে দুর্ঘটনার কারণে ওই মহাসড়কের একটি অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।