
গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোদাগাড়ী পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মরহুম এস.এম. বাবু মিয়া’র আত্মার মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সহযোগী অঙ্গ সংগঠনসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আবু সাঈদ চাঁদ।,প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম মার্শাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপি, আব্দুস সালাম সাওয়াল, সভাপতি, গোদাগাড়ী উপজেলা বিএনপি, ব্যারিস্টার মাহফুজুর রহমান (মিলন), সিনিয়র সহ-সভাপতি, গোদাগাড়ী উপজেলা বিএনপি , এ্যাডভোকেট মোঃ সুলতানুল ইসলাম (তারেক), সদস্য, গোদাগাড়ী উপজেলা বিএনপি ,অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, সদস্য, গোদাগাড়ী উপজেলা বিএনপি
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান।
বিএনপির সকল নেতারা মরহুম এস.এম. বাবু মিয়া’র রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বাবু মিয়া ছিলেন একজন সৎ, সাহসী ও জনদরদী রাজনীতিবিদ, যিনি দল ও জনগণের স্বার্থে আমৃত্যু কাজ করে গেছেন।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।