
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সুজন আহাম্মেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) উপজেলায় যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে গোদাগাড়ী ও তানোর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি কাকনহাট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, যুবদল বিএনপির অগ্রভাগের সৈনিক, এই সংগঠনই আগামীর নেতৃত্বে যুগান্তকারী ভূমিকা রাখবে। রাজপথের এই শক্তিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী ও তানোর উপজেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা সবাই সংগঠনের সংগ্রামী অতীত ও গৌরবময় ভবিষ্যতের কথা তুলে ধরে দলের জন্য প্রাণপণ কাজ করে যাওয়ার আহ্বান জানান।
শোভাযাত্রা ঘিরে তানোর-গোদাগাড়ী জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।