মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হাজীপুর বান্দোড়িয়া গ্রামে সরকারি পানির মোটর (ডিপ টিউবওয়েল) বন্ধ থাকায় ১১টি পরিবার মারাত্মক পানির সংকটে পড়েছে। ভুক্তভোগীদের দাবি, গোগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন রোকসানা বেগম। তার সাথে সামাজিক বিরোধের জেরে তিনি মোটরটি বন্ধ করে দিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকজন মিলে প্রায় ২১ হাজার টাকা ব্যয়ে সরকারি এই মোটরটি রোকসানা বেগমের বাড়ির সামনে স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে ওই মোটর থেকে আশপাশের গরিব ও অসহায় পরিবারের মানুষরা খাবার পানি সংগ্রহ করছিলেন।
ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন, সম্প্রতি রোকসানা বেগমের বিরুদ্ধে সামাজিক অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা প্রতিবাদ করলে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে মোটরটির লাইন বন্ধ করে দেন। এতে মিনারুল, বাবু, মাসুম, বুলেট, মিঠু, রিপন, টিটু, সেজারুল, সুলতানা, শিউলি ও শাহিনসহ মোট ১১টি পরিবার পানির সংকটে পড়েছে।
এখন তাদের দৈনন্দিন জীবনযাপন চরম সমস্যার মুখে বলে জানান স্থানীয়রা। তারা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে সহযোগিতা চেয়েছেন। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রোকসানা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, খাবার পানির মতো মৌলিক অধিকার নিয়ে কেউ স্বেচ্ছাচারিতা করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রশাসন দ্রুত বিষয়টি দেখবে বলে তারা আশা করেন।