বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
‎সিংগারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শ্রমিক দলের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত ‎ ‎নেতৃবৃন্দের আহ্বান— “আগামী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে” আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচী ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে পৌর বিএনপি, রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ, বসুন্ধরায় পুড়ল প্রাইভেট কার — লকডাউন কর্মসূচির আগে উত্তেজনা বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আতঙ্ক: একাধিক বিশ্ববিদ্যালয় ও স্কুলে অনলাইন ক্লাসের ঘোষণা গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীতে ট্রেজার বসানো৷ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রায় লক্ষাধিক লোকের বিশাল শোডাউন — মনপুরা থেকে বন্যা হরিণ উদ্ধার অমুক্ত চর ফাথালিয়া, ঝিনাইদহের কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর লদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চাল ও পেঁয়াজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা” জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে রংপুরে শিবিরের বিক্ষোভ রাজশাহীতে ৩শ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে কবি বৃষ্টি মিনা পেলেন কবি সংসদ বাংলাদেশ সেরা কবি সম্মাননা ২০২৫ গাজীপুরের শ্রীপুরে ৩ রেস্তোরাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ যুবলীগের ২ সদস্য গ্রেফতার মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের সাফল্য, এলাকায় স্বস্তির বাতাস চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” গোমস্তাপুরে জাতীয়তা বাদী দল বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশন ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।

গোদাগাড়ীতে বিশ লক্ষ টাকর অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ আটক বেগম মুক্তা

মোঃ আবু তাহের
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫০৬ বার পঠিত

মোঃ আবু তাহের জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অবস্থানকালে ০৯/১০/২০২২ তারিখ রাত্রী-১২.২০ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারি যে, রাজশাহী তে গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামস্থ মোছাঃ আমেনা বেগম মুক্তি (৩৭) স্বামী মোঃ নুরুজ্জামান কাজল মাদারপুর থানাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশাহী এর বসতবাড়িতে মাদকদ্রব্য হেরোইন রহিয়াছে।

অফিসার সংঙ্গীয় ফোর্সের সন্ধান ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ১। মোঃ জহিরুল ইসলাম মেম্বার (৩৯) মামী চরআলাতলী থানা+জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ গ্রামঃ মাদারপুর, থানাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশাহী ২ নয়মুদ্দিন (৫০) পিতা- মৃত সৈয়দ আলী, সাং মাদারপুর থানাঃ গোদাগাড়ী রাজশাহীসহ আরো অনেকের উপস্থিতিতে আটককৃত মহিলাকে তারার বসতবাড়ীর ২য় তলার ছাদে করি। আটককৃত মহিলার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে মহিলাটি উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মৃত মক্কিলা প্রকাশ্য বলে ও স্বীকার করে যে, ০১ টি কাঠের তৈরী বাক্সের বক্ষিত অথৈ মাদকদ্রব্য হেরোইন আছে এবং উক্ত অবৈধ মাদকদ্রব্য হেরোইন জাহার স্বামী মোঃ নুরুজ্জামান কাজল (৩৭) অজ্ঞাতনামা স্থান থেকে নিয়া আসিয়াছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী র‍্যাব সদস্য সহায়তায় শালিনতার প্রতি দৃষ্টি রাখিয়া ধৃত মহিলা আসামীর দেহ তল্লাশী করি। তাহার স্বীকারোক্তী। হাতে বাহির করিয়া দেওয়া।

 

আটককৃত আসামী ১। মোছাঃ আমেনা বেগন মুক্তি (৩৭), স্বামী মোঃ নুরুজ্জান কাজল, সাং মাদারপুর, থানাঃ গোদাগাড়ী জেলার রাজশাহী এবং পলাতক আসামী ২। মোঃ নূরুজ্জামান কাজল (80), পিতা- মৃত স্থা সাং-মহিশালবাড়ী ফকিরাপাড়া বর্তমান সাং-মাদারপুর, খান গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী সহ এবং ১নং আসামীর ২য় তলা বিশিষ্ট বসতঘরের ছাদের উত্তর পূর্ব কোন উদ্ধারকৃত জন্ম তালিকায় বর্ণিত আলামত (ক) ০১ টি কাঠের তৈরী বাক্সের ভিতর রক্ষিত অবৈধ মাদকদ্র হেরোইন ০২ প্যাকেট, যাহার প্রত্যেক প্যাকেটের ওজন ১০০ গ্রাম, মোট (১০০+১০০)= ২০০ আম ( আমাদের সাথে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র যারা এখানকৃত)। যাহার মূল্য আনুমানিক (২০০x১০০০ সর্বমোট ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা ও ৩১ নং আসামীর বসতঘরের ২য় তলার দক্ষিণ পার্শ্বের শোন রুমে উত্তরমুখী স্টীলের ঘাটের তোষকের নিচে রক্ষিত উদ্ধারকৃত জন্ম তালিকায় বর্ণিত আলামত (খ) অ মাদকদ্রব্য হেরোইন ০২ প্যাকেট। যাহার ০১ টির ওজন ৯০ গ্রাম মূল্য অনুষ্ঠান – ৯,০০,০০০/- ( লক্ষ) টাকা এবং অপরটির ওজন ১০ গ্রাম (যাহা আমাদের সাথে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র যারা ওজনকৃত যাহার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং খাটের নিচে থাকা (গ) ০১ টি KINGSTA SEALER PFS-200 CE প্যাকেটিং মেশিন, উক্ত ঘরের ভিতরে পশ্চিম পার্শ্বে কাঠের টেবিলের উপর হ পাওয়া (ঘ) মাদক কারবারী কাজে ব্যবহৃত ০৩ টি ফোন। ০১ টি পুরাতন iPhone, যাহার সহিত ০১ সিম সংযুক্ত; ০১ টি পুরাতন Redmi Note ৪স্মার্ট ফোন, যাহার সহিত ০২ টি সিন সংযুক্ত এবং ০১ পুরাতন VEGA V7 বাটন ফোন যাহার সহিত ০১ টি সিম সংযুক্ত। (3) মাদক কারবারী কাজে ব্যবহৃত টি প্লাস্টিকের কৌটার ভিতর রক্ষিত ১৬ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ডসহ থানায় হাজির হইয়া আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করা হয়।

গোদাগাড়ী মডেল থানার মামলা নং-৩০ ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ৮(গ) (৪১) ধারায় আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991