শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
ঘোষনা
সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ গোদাগাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা স্বদেশপ্রেম সেচ্ছাসেবী সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন।  নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নব বিবাহিত যুবকের মৃত্য দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে এসপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত দক্ষিণ ধলীগৌরনগরে মুর্শিদ আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মনপুরা ও পুলিশ কর্তৃক যৌথ টহল ও তল্লাশি চেকপোস্ট পরিচালনা নীলফামারী ডোমার থানা ওসি আরিফুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ চব্বিশের শহিদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আকরাম আহমেদ

গোপালগঞ্জে শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী শিক্ষকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

মোঃ মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- শেখ হাসিনা সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উক্ত কলেজের ছাত্রী-শিক্ষকবৃন্দের সাথে গত সোমবার (২১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে অংশ নেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ্যা শাহনাজ রেজা এ্যানী।

বিশেষ অতিথি হিসেবে ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোহাইমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অফিসার ইন চার্জ, গোপালগঞ্জ সদর থানা জাবেদ মাসুদ।
এছাড়া প্রতিষ্ঠানের সন্মানিত শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন এবং ছাত্রীদের পক্ষে তাদের পুলিশি সেবা প্রাপ্তি ও সুবিধা-অসুবিধা বিষয়ে কয়েকজনকে অনুভূতি প্রকাশ করতে সুযোগ দেয়া হয়।

পুলিশ সুপার ছাত্রী ও শিক্ষকবৃন্দকে সমাজের একজন নারী হিসেবে ও বিশেষত স্কুল শাখার ছাত্রীদের ক্ষেত্রে শিশু হিসেবে পুলিশের সার্বক্ষনিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের কি কি আইনগত অধিকার রয়েছে- সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

এছাড়া তিনি তার বক্তৃতায় eveteasing, pornography, blackmailing,body shaming, objectification of women ইত্যাদি সহ সমাজের নানা অশিক্ষা ও কুসংস্কার বিষয়ে কোমলমতি ছাত্রীদের সংবেদনশীল করার লক্ষ্যে কথা বলেন।

এসময় পুলিশ সুপার উপস্থিত ছাত্রীদের আগামীর ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করে বলেন, ভুল ও অপরিনামদর্শী সিদ্ধান্ত নেয়া, বাল্য বিবাহ, শিক্ষা হতে বঞ্চিত করা- ইত্যাদি কারণে একেকজন অমিত সম্ভাবনার অধিকারী ছাত্রী অকালে ঝরে পড়তে পারে।
পুলিশ সুপার মহোদয় অত:পর সবাইকে
“আমরা নারী- আমরা সব পারি।” – এ স্লোগানে উদ্দীপিত করেন ও সবাই এ স্লোগানে মুখরিত হয়ে উঠে।

সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ্যা সন্মানিত পুলিশ সুপারকে তাঁর মূল্যবান সময় দিয়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের অনুপ্রেরণা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া তিনি ছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে সাইবার ও প্রযুক্তি বিষয়ক অধিকতর পরামর্শ প্রদানের জন্যে ভবিষ্যতে পুলিশ অফিসার কর্তৃক এমন সেশন পরিচালনা করার জন্যে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991