গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধা জেলার সমগ্র গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে, গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন'র সার্বিক তত্বাবধানে, এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই মোহাম্মদ মুরাদ হোসেন ও এএসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের অন্তর্গত মোগলটুলি গ্রামের 'বিনিময় ফিলিং স্টেশন' এর সামনে ২ মার্চ বিকাল আনুমানিক ৫.২৫ ঘটিকার সময় ঢাকা-রংপুর মহাসড়কের উপর চাঁদনী পরিবহনের বাস চেকিং করা হয়।
এসময় বাসযাত্রী-মোঃ আবুল কালাম আজাদ(৪৫), পিতা-মৃত হাশেম আলী, স্থায়ী ঠিকানাঃ গ্রাম/মৌজা-শাখাতী, উপজেলা/থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট-এর কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ এর মধ্য থেকে ২০(বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও একই স্থানে পৃথক অভিযানে 'এস.জে ব্রাদার্স' পরিহনের বাস তল্লাশীকালে বাসযাত্রী-মোঃ রয়েল(১৯), পিতা-হক সাহেব, স্থায়ী ঠিকানাঃ গ্রাম/পোষ্ট-জাহানারাবাদ, উপজেলা/থানা- রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও-এর কাছ থেকে একটি কালো স্কুল ব্যাগ এর মধ্যে থেকে ৩২(বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, অভিযুক্ত ২ আাসামীর বিরুদ্ধে এ সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।