রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর শহরের বিভিন্ন এলাকা, ফুটপাতে, রেলস্টেশনে থাকা অসহায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন।
রবিবার(২৩ জানুয়ারি) মধ্যরাতে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব কম্বল বিতরণ করেন।
রেলস্টেশনে থাকা ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন ম্যাডাম আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার ও শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল করবেন।
রহনপুর রেলওয়ে স্টেশনে কম্বল পেয়ে খুবই খুশি আবদুল জলিল। তিনি রাতের বেলায় রিকশা চালান। গায়ে কোনরকমে একটা পুরোনো সোয়েটার ছিলো। মহিলা ভাইস চেয়ারম্যান যখন তাকে ডেকে কম্বলটি গায়ে জড়িয়ে দেন।
তিনি আরো বলেন, এর আগে আমাদের জন্য কেউ এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়ায়নি। মহিলা ভাইস চেয়ারম্যান যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন বলেন,গত কিছুদিন আগে আমি রাজশাহী যাওয়ার পথে রহনপুর রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষকে ঠান্ডায় কাঁপতে দেখে অনেক কষ্ট পেয়েছি। পরবর্তীতে সিদ্ধান্ত_নি তাদেরকে খুঁজে কম্বল বিতরন করবো।আমি কয়কেদিন থেকেই তাদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছি।আজকেও কিছু কম্বল দিলাম। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আহমদ,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ ও রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল নাহিদ মামুন সহ উপস্থিত ছিলেন।