
মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামান নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জানিয়েছেন, তিনি ‘শাসক নয়, জনগণের সেবক’ হতে চান। গৌরীপুরকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি জনসমর্থন আদায়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার রূপরেখাও প্রকাশ করেন।
তিনি বলেন, “গৌরীপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। স্থায়ী সমাধান আনতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সেবার মনোভাব। আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”
তার ঘোষিত পরিকল্পনায় রয়েছে— স্বাস্থ্যসেবা উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, শিক্ষা খাতে যুগোপযোগী অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, আবাসন সুবিধা সম্প্রসারণ এবং দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা বৃদ্ধি।
শুক্রবার সকালে গৌরীপুরের বিভিন্ন এলাকায় তার শোভাযাত্রা, মোটরসাইকেল র্যালি ও পদযাত্রা গণসংযোগে রূপ নেয়। ইউনিয়নজুড়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রতিশ্রুতি তুলে ধরায় প্রচারণা আরও গতিশীল হয়ে উঠেছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপি প্রার্থীদের অভ্যন্তরীণ বিভাজন ও কোন্দলের পরিস্থিতিতে জামায়াত প্রার্থীর অবস্থান এবার তুলনামূলক শক্তিশালী। তারা মনে করছেন, এলাকার মানুষ পরিবর্তন ও বাস্তবসম্মত উন্নয়ন প্রত্যাশা করছেন।
প্রতিটি পথসভায় মাওলানা বদরুজ্জামান ভোটারদের উদ্দেশে বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। গৌরীপুরের সামগ্রিক উন্নয়ন, মানুষের কল্যাণ ও সমান সুযোগ নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নমুখী বক্তব্য ও সেবাভিত্তিক নেতৃত্বের প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে নতুন আশা তৈরি করেছে। তারা মনে করছেন, এবার গৌরীপুরবাসী বাস্তবধর্মী নেতৃত্ব ও টেকসই উন্নয়নের পক্ষে সাড়া দেবে।
মাওলানা বদরুজ্জামানের প্রচারণা গৌরীপুরে নতুন প্রত্যাশার বাতাস বইয়ে দিয়েছে— একটি উন্নত, সমৃদ্ধ ও শিক্ষিত উপজেলা গঠনের লক্ষ্যে ভোটারদের আগ্রহ বাড়ছে প্রতিদিন।