জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার : “কোন অবস্থাতেই ঐ বাজারের (কিচেন মার্কেট) প্রথম ফ্লোর বা আন্ডার গ্রাউন্ড নেয়ার ইচ্ছা বা আগ্রহ আমাদের আগেও ছিলোনা এখনো নেই এবং আগামীতেও থাকবেনা”। কথা গুলো বলছিলেন ভোলা জেলার সবচেয়ে বড় বেসরকারি সংস্থা গ্রামিণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন।শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোলায় কর্মরত সকল গন মাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন, “ভোলা শহরের কাঁচাবাজারে অবস্থিত কিচেন মার্কেটের বয়স প্রায় ৮ বছর হয়ে গেলেও যখন মার্কেটটি সচল হচ্ছিলোনা তখন পৌরসভা কর্তৃপক্ষের বাংরংবার অনুরোধের পর মার্কেটটিকে সচল করা ও পৌরসভার রেভিনিউ যেনো ঠিক মতো পায় সেই লক্ষেই আমরা (গ্রামীণ জন উন্নয়ন সংস্থা) দ্বিতীয়, তৃতীয় ও ৪র্থ তলা বরাদ্ধ নিয়েছি।গত ৫ আগস্ট’২৪ দেশের পট পরিবর্তনের পর আমাদেরটুকু আমরা সেফারেট করে নিয়েছি এবং বাহির দিয়ে চলন্ত সিঁড়ি বসিয়ে তা ব্যবহারেরর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি”।বিকাল সারে ৪ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহিন আরো বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৯ ফেব্রুয়ারি ২৫ এর পর থেকে আমাকে নিয়ে যেসব গুজব বা ভিত্তিহিন কথাবার্তা ছড়াচ্ছে আমি তার ঘোর বিরোধিতা করছি। কেননা আমাদের সংস্থা কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় বরং সামাজিক প্রতিষ্ঠান।তাছাড়া বাজারটি যদি ওখানে না-ই থাকবে তাহলে আমরা ঐ মার্কেটে এত টাকা বিনিয়োগ করলাম কেন? আমরাও জানি যে ঐ বাজারটি স্থানান্তরিত হলে পুরো শহর কানা হয়ে যাবে। তাই আপনাদের মাধ্যমে আমি সকলের অবগতির জন্য আবারও বলছি যে, আমি বা আমার সংস্থার কেউ এসবের সাথে জড়িত নই”।মতবিনিময় সভায় ভোলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মী ও সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।