
মিজানুর সরকার টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রতিটা প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক তাদের অধিকার প্রাপ্তির জন্য অবস্থান
কর্মসূচি করেছেন। শিক্ষকদের দাবি প্রজ্ঞাপণ নিয়ে সিমাহীন তাল-বাহানা চলমান ! দশম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে এগারোতম গ্রেড দিতে সন্মত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের আলোচনা সাপেক্ষে সন্মত হয়েছেন।
কিন্তু এখনো সেই প্রজ্ঞাপণ জারি করা হয়নি,যার পরিপ্রক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্ম বিরতি পরিক্ষা বর্জনের আন্দোলন করে যাচ্ছেন ! প্রজ্ঞাপণ জারি করার সঙ্গে সঙ্গে শিক্ষক গণ তাদের কর্মে ফিরে যাবে বলে জানিয়েছেন শিক্ষক গণ। ঘাটাইলের চরবীর সিংহ স্কুলের সহঃকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম বলেন আমাদের প্রাইমারী স্কুলের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার,একটি জাতির আগামীর ভবিষ্যৎ জাতি গঠনের নায়কদের-যারা শিশুদের পরম যত্নে আদর্শের মাধ্যমে উন্নত করার কাজকে বেছে নিয়েছেন তাদের প্রতি এতটা অবহেলা মেনে নেয়ার মত নয় আমাদের পার্শ্ববর্তী দেশ গুলোকে শিক্ষকদের যতটা সন্মান মর্যাদা দেয়া হয়, সেই অনুপাতে আমরা বাংলাদেশী শিক্ষক গণ কিছুই পাইনা,দ্রব্য মূল্যের উর্ধগতিতে এমনিতে প্রতিটা মানুষ মানুষিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছে !
অসহায় হয়ে পড়েছে , তাই একটি স্বাধীন রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিনীত আবেদন শিক্ষকদের প্রাপ্ত অধিকার বুঝিয়ে দিলে তারা দ্রুত চলে যাবে,এবং পরিবেশ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষকদের।