আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৫:
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক শামীম আহসান এর তৎপরতা ও মানবিক উদ্যোগে সাংবাদিকেের হারানো মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহল ও সচেতন মহলে পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার ও জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আজম খাঁন একটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক।
সম্প্রতি চলার পথে গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ একটি স্মার্টফোন হারিয়ে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোয়ালখালী থানায় জানালে, ওসি সাহেব বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি টিম গঠন করে অনুসন্ধান শুরু করেন।
অল্প সময়ের মধ্যেই মোবাইলটি শনাক্ত করে উদ্ধার করা হয় এবং সাংবাদিক আজম খাঁনের হাতে হস্তান্তর করা হয়। ফোনে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অফিসিয়াল তথ্য ও ব্যক্তিগত কনটেন্ট থাকায় সাংবাদিকটি ফোন ফিরে পেয়ে দারুণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিকের ভাষায়, “এই ঘটনায় বোয়ালখালী থানার ওসি সাহেব শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, বরং একজন দায়িত্বশীল অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন। এটাই ‘জনতার পুলিশ’।”