
বিশেষ প্রতিনিধি এস এম জসিম
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে টানা কয়েক ঘণ্টা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, “অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের ধরণ ও উৎস জানতে র্যাব গভীরভাবে তদন্ত শুরু করেছে।