আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. রায়হান (২৭) হাটহাজারী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে হাটহাজারী থানার প্রাঙ্গন থেকেই তাকে আটক করা হয়। পুলিশ জানায়,মঙ্গলবার (২১ অক্টোবর) হাটহাজারীর আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে (১৪) পিটিয়ে হত্যা করা হয়। ওই রাতেই অভিযানে গিয়ে তানভীর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী সামীর বিন সাইফ (১৬) ও মো. রবিউল ইসলামকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ।
পরে রায়হান নিজেকে শিবির নেতা পরিচয় দিয়ে থানায় গিয়ে গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তার তর্কাতর্কি হয় এবং তিনি অশালীন আচরণের পাশাপাশি এক পুলিশ সদস্যকে শারীরিকভাবে আক্রমণ করেন।ঘটনার পর পুলিশ রায়হানকে আটক করে আদালতে পাঠায়। পাশাপাশি গত ১৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।