মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
ঘোষনা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়ার শোক প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার শোক প্রকাশ হরিনাকুন্ডুতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডন প্রবাসী সাংবাদিক সোহেল সরকারের গভীর শোক দুর্নীতি ও দুঃশাসনের ঠাঁই আমার দলে হবে না” — মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মাদক ব্যবসায়ী মামুন ডিবির জালে আটক ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  খালেদা জিয়ার মৃত্যুতে জয়পুরহাটে শোকের ছায়া, কোরআন খতম বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ: ঝিনাইদহে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান ঝিনাইদহে পরকীয়ার নেশায় অন্ধ মা! ৩ সন্তানকে রাস্তায় ফেলে প্রেমিকের হাত ধরে পলায়ন! চট্টগ্রাম আনোয়ারায় তিব্র শীতে ২ অবুঝ শিশুকে রাস্তায় রেখে পালিয়ে যায় বাবা মা। পটুয়াখালীর চারটি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার। অসুস্থ বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদাকে দেখতে হিউম্যান এইডের প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শৈলকুপায় উপজেলা ও পৌর বিএনপির কালো ব্যাজ বিতরণ ও শোক পালন খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপি’র গভীর শোক গণতন্ত্রের আপসহীন নেত্রীর বিদায়ে শোকস্তব্ধ ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের গভীর সমবেদনা চট্টগ্রামে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের গভীর রাতে কম্বল বিতরণ

চট্টগ্রাম আনোয়ারায় তিব্র শীতে ২ অবুঝ শিশুকে রাস্তায় রেখে পালিয়ে যায় বাবা মা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পঠিত

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি:-

চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে গভীর রাতে সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় শিশু দুটিকে পড়ে থাকতে দেখা যায়।

কনকনে শীতে বড় বোন আয়শা তার ছোট ভাইকে আগলে ধরে বসে ছিল। আয়শা (৪) জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বর্তমানে শিশু দু’টি স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজি চালক মহিম উদ্দিনের বাড়িতে আশ্রয়ে রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আয়শার সঙ্গে কথা বলে জানা যায়, তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক। আয়শা জানায়, মা–বাবার কাছ থেকে এনে তাদের খালা সড়কের পাশে রেখে গেছে।

আশ্রয়দাতা মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও শিশু দু’টিকে সড়কের পাশে শীতে কাঁপতে দেখে লোকজন ভিড় করে। পরে তাদের সঙ্গে কথা বলে তিনি শিশু দু’টিকে নিজের বাসায় নিয়ে যান এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান।

মহিমের স্ত্রী শারমিন আক্তার জানান, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করানো ও খাবার দেওয়ার পর তারা কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। তাদের ধারণা, অসুস্থতার কারণেই স্বজনরা এমন অমানবিক কাজ করেছে।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিভিন্ন থানায় শিশুদের ছবি ও তথ্য পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভ হোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991