কচুয়া উপজেলা প্রতিনিধি – মোঃ দিদারুল ইসলাম।
চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের , রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ের,ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, জয়নগর গ্রামের,গাজী বাড়ির আব্দুল কাদের গাজীর ছেলে ,মোঃ সাকিব হাসানকে গত ৮ তারিখ সোমবার ২ ঘটিকার সময় তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন তার মা শামসুন্নাহার বেগম । তিনি বলেন প্রতিদিনের ন্যায় আমার ছেলে দুপুরে ভাত খাবে বলে আমাকে বলে, এ সময় কোন এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ধরে ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে যায় । পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে আশেপাশের বাড়ি ঘরে এবং আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করার পরে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সাকিবের দাদা মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন জিডি নং ৪৮৩ । পরে গত ৯ তারিখে অজ্ঞাত একটি নাম্বার থেকে চার লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে অজ্ঞাত কিছু ব্যক্তি, বলে আপনার ছেলেকে পেতে হলে আমাদেরকে চার লক্ষ টাকা দিতে হবে । না হয় আপনার ছেলের লাশ পাবে, এমতাবস্থায় পুরো এলাকা জুড়ে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানায় নিখোঁজ সাকিব হাসানের বাবা ও চাচা প্রবাসে থাকে তাদের তেমন কোন শত্রু নেই । তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ভয় বিরাজ করছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুস্থ তদন্তের মাধ্যমে সাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। শাকিবের দাদা ,মনতাজ উদ্দিন ও, মামা মাজারুল ইসলাম বলেন, আমরা আমাদের সাকিবকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সহিত দেখছি।