স্টাফ রিপোর্টার : সাখাওয়াত
চাঁদপুরের ফরিদগঞ্জে ভূল চিকিৎসার অভিযোগে মোসাঃ কহিনুর বেগম (৭০) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের আলাবক্স হাজী বাড়ির মোঃ ইসহাক মিয়ার সহধর্মিনী।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (২১ আগস্ট ২০২৫) রাতে কহিনুর বেগমকে ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে ৬০৪ নং কেবিনে ভর্তি করা হয়। তিনি ডিসেন্ট্রি (পাতলা পায়খানা) সমস্যায় ভুগছিলেন।
অভিযোগ রয়েছে, তাকে যে ওষুধ দেওয়া হয় সেগুলো অন্য রোগের জন্য নির্ধারিত ছিল। রোগীর স্বজনেরা ঢাকায় বিশেষায়িত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয় এবং জানান তারা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছেন। কিন্তু আজ সকাল আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে কহিনুর বেগমের মৃত্যু হয়।
এসময় রোগীর সঙ্গে থাকা তার সহধর ভাই হাসপাতালের এক কর্মকর্তার কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা তার উপর শারীরিকভাবে হামলা করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন হাসপাতালে ভিড় জমান।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহা আলম ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।