সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষ সকলকে ধানের শীষে ভোটদানে উৎসাহিত করতে হবে। বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ আজ একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটের প্রতীক্ষায় আছে। তাদের প্রিয় প্রতীক ধানের শীষ।”
তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই দীর্ঘ ১৭ বছরের নিপীড়ন ও নির্যাতন থেকে মুক্তি চায় জনগণ। তারা আবারও সেই অন্ধকারে ফিরে যেতে চায় না। সেই মুক্তির একমাত্র পথ—ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করা।”
তিনি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।
প্রবাসী বিএনপি নেতা হানিফ মুন্সীর পরিচালনায় এবং আশরাফ আলী খান আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ইসমাইল তালুকদার খোকন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান, উপজেলা মহিলাদলের শারমিন করিম ও পৌর মহিলা দলের মাহমুদা বেগম পারুল প্রমুখ।
উঠান বৈঠকে ইউনিয়ন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মীসহ এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।