সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ এর গণসংযোগে যোগ দিয়েছে নতুন মাত্রা। প্রতিদিনের মতো বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরেও তিনি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কাচাঁদপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময়, সমর্থন সংগ্রহ এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগের সময় লায়ন হারুনুর রশিদ এলাকার মা-বোনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চান।
তিনি বলেন, “বেগম জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ জীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু আজ আমাদের সবার কামনা। আপনারা মা-বোনেরা তার জন্য বিশেষ দোয়া করবেন।”
গণসংযোগকালে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিগত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ তাদের ভোট দিতে পারেননি। জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে। এবার জনগণ নিজের ভোট নিজে দিতে চায়, আর তারা ধানের শীষকেই ভোট দিতে প্রস্তুত।”
গণসংযোগ শেষে লায়ন হারুনুর রশিদ আরও বলেন— “আমি মানুষকে আশ্বস্ত করছি—আসন্ন নির্বাচনে আপনারা নিরাপদে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন এমন পরিবেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। জনগণ আজ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে। তাদের আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ।”
তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে মানুষের অনুভূতি বুঝছি, তাদের কষ্টের কথা শুনছি। মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”
গ্রামের মানুষের সঙ্গে আলাপচারিতায় দেখা যায়, অনেকে লায়ন হারুনুর রশিদের মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীত উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট। তারা বলেন, “হারুন ভাই অতীতেও এলাকার অনেক উন্নয়ন করেছেন। এবারও তিনি জয়ী হলে এলাকার উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।”
গণসংযোগে অংশ নেয় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের স্লোগান, প্রচার উৎসব এবং দলীয় নেতাকর্মীদের সমাগমে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শেষে লায়ন হারুনুর রশিদ বলেন— “এটা কেবল সূচনা। পুরো ফরিদগঞ্জজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের মন জয় করে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাব।”