আব্দুল মান্নান টিপু স্টাফ রিপোর্টার চাঁদপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদকে সমর্থন জানাতে ফরিদগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের হাজারো নারী–পুরুষ কেরোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। অনুষ্ঠানে ৩১ দফা ঘোষণা সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন—
“আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বৃহত্তর ঐক্য ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে বেদনা আমরা বহন করেছি, এবার তার শেষ দেখতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ মিলেই গড়ে তুলবো নতুন বাংলাদেশ। অতীতে ফ্যাসিস্ট সরকারের অপব্যবহারের শিকার হয়েছেন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই–বোনরা। তবে বিএনপি সরকার ক্ষমতায় গেলে তাদের সুরক্ষা ও স্বার্থরক্ষায় সর্বোচ্চ সহায়তা করে থাকে।”
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভাপতিত্বে ছিলেন:
ফরিদগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব।
পরিচালনায় ছিলেন: পৌর যুবদল নেতা কামাল মাল।
বক্তব্য রাখেন:
যুবদল নেতা মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন সোহেল (কমিশনার), নাজিম উদ্দিন ভুইয়া, তারেক মৃধা, শামসুল আলম রিপন, কামরুল পাটওয়ারী, ফারুক বেপারী, জমিনুল হক রুবেল মিয়াজি, শাহজালাল কমিশনার, হুমায়ুন কবির পাটওয়ারী, মোস্তফা বেপারী, মিজান পাটওয়ারী, মাহবুব মিয়াজি, আবু নাছের পাটওয়ারী, মহিলা দলের এডভোকেট রোকেয়া বেগম শেফালী, পারুল, শারমিন করিমসহ আরও অনেকে।
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ:
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল কম্পানি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টিপু, বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফ হোসেন খান, হানিফ মুন্সি, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা–কর্মী।
এ ছাড়া এলাকার কয়েক হাজার নারী–পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।