মোঃ জাহাঙ্গীর আলম জেলা ব্যুরো প্রধান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়েছে আমেরিকান তৈরি একটি বিদেশি পিস্তল। রবিবার রাতে সদর মডেল থানার চেকপোস্টে তল্লাশির সময় সিএনজিযোগে শিবগঞ্জ থেকে শহরমুখী এক যাত্রীকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম টোল প্লাজায় অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজির পেছনের আসনে বসা অবস্থায় রয়েল হাসানকে সন্দেহজনক মনে হলে তার দেহ ও লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে আমেরিকান পিস্তল ও গুলি পাওয়ার পরই তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম
একটি আমেরিকান বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন
গ্রেপ্তারকৃত ব্যক্তি
নাম: রয়েল হাসান অরণ্য (৩৫), পিতা: মৃত আল মামুন, ঠিকানা: পারচুকা, মাদ্রাসা বাজার, মনাকষা, শিবগঞ্জ
পুলিশ বলেছে— গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এ ধরনের অভিযান আরও জোরদার থাকবে বলেও জানিয়েছে পুলিশ।