
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পরিচালিত একটি এনজিও প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও এনজিও পরিচালক মোঃ আনিছুর রহমান। চাকরি জামানতের নামে প্রায় ৩০ লক্ষ টাকা সংগ্রহ করে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় চাহিদা এনজিও কর্তৃক পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো – আউট অব চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (PDP 2.5) প্রকল্পে শিক্ষক ও সুপারভাইজার নিয়োগের সময় চাকরি জামানতের নামে অর্থ সংগ্রহ করা হয়।
অভিযোগ অনুযায়ী—
প্রায় ৭০ জন শিক্ষক (প্রতিজনের কাছ থেকে ৩০ হাজার টাকা করে) এবং ৫ জন সুপারভাইজার (প্রতিজনের কাছ থেকে ৭০ হাজার টাকা করে) মোট প্রায় ৩০ লক্ষ টাকা চাকরি জামানত (ফেরতযোগ্য) হিসেবে আদায় করা হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি।
অভিযোগে বলা হয়, উক্ত অর্থ সংগ্রহের পর প্রকল্প পরিচালক মোঃ আনিছুর রহমান হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান।
অভিযুক্ত মোঃ আনিছুর রহমান ছিলেন—
চাহিদা এনজিও’র PDP 2.5 প্রকল্পের প্রকল্প পরিচালক (ইডি), নন্দীগ্রাম উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তার পরিচয় অনুযায়ী—
পিতা: মৃত আব্দুল আজিজ
মাতা: মৃত লাইলী বেগম
ঠিকানা: বড়বাড়ি, বিলকুকরী, বীরকদমতলী, ধনবাড়ী, টাঙ্গাইল।
ভুক্তভোগী শিক্ষক ও সুপারভাইজাররা জানান, তারা অনেকেই ধার-দেনা ও ঋণ করে চাকরি জামানতের টাকা জমা দিয়েছিলেন। বর্তমানে তারা চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত, অভিযুক্তকে গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে মোঃ আনিছুর রহমানের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।।