
মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাংকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে,চেক ও ষ্ট্যাম্পের মাধ্যমে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা
হাফিজুর রহমান এর বিরুদ্ধে।
গত ২০ জানুয়ারী সলঙ্গা থানার হাট ইসলা গ্রামের সুজাব আলীর ছেলে হাফিজুর রহমান রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানাজায়,ভুইয়াগাতী বাজারের অগ্রনী ব্যাংক লিমিটেড এর সাবেক কর্মকর্তা হাফিজুর রহমানের সাথে ভুক্তভোগী হাফিজুর রহমানের ব্যাংকে ব্যবসায়িক লেন দেন সুবাদে
পরিচয় হয়। এক পর্যায়ে হাফিজুর ভুক্তভোগীর ছেলে সাগর সেখ (২০) কে অগ্রণী ব্যাংক পাখায় চাকুরী দেওয়ার কথা বলে এবং গত ১৮/০৮/২০২২ইং তারিখে ৩টি ঢেক যাহার নম্বর ১১৭২২৮৪৬৮৫৫, ১১৭১৭৭৮২৩৫৮ ও ১১৮১০৮৯০১৮০ এর যাহার সঞ্চয়ী হিসাব নং ৬১৭৯ এর মাধ্যমে মোট ৪,০০,০০০/- (চারলক্ষ) টাকা নেয়। কিছুদিন পর আবারো আরও ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা দিলে তোমার ছেলের চাকুরী হবে বলে জানায় হাফিজুর রহমান।
উপায় অন্ত না পেয়ে ভুক্তভোগী হাফিজুর রহমান এর মিথ্যা প্রলোভনে আকৃষ্ট হয়ে গত ১৮/০৮/২০১৯ইং তারিখে ৫০ টাকা মূল্যের জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বিবাদীকে আরও ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা হাজিয়ান মজলিসের মধ্যে নগদে দেন। যাহার স্ট্যাম্প নং ১৯০৭।
এভাবেই ভুক্তভোগী ৪ সর্বমোট ৭,(সাত লক্ষ) টাকা নেন প্রতারক হাফিজুর রহমান। এরপর প্রচারক হাফিজ রহমান চাকুরীতে হতে অবসরে যাওয়ার পর তার সাথে আর কোন যোগাযোগ করতে পারে না ভুক্তভোগী হেলাল শেখ।
এমতাবস্থায় গত ১০/১০/২০২২ইং তারিখ শনিবারে প্রতারকের বর্তমান ঠিকানা গিয়ে প্রতারক হাফিজুর রহমান এর নিকট নিকটে টাকা ফেরত চাইলে সে কোন টাকা দিতে পারবেনা বলে জানায় এবং অশালীন আচরণ করে ও ভুক্তভোগী কে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে।
এ-বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী হেলাল শেখ।
অভিযোগ এর বিষয়ে জানতে, অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার সাবেক কর্মকর্তা হাফিজুর রহমান এর মুঠোফোনে গনমাধ্যম কর্মী পরিচয়ে জানতে চাইলে ফোনের লাইন কেটে বন্ধ করে দেন।
এ-বিষয়ে কোন কথা বলবেন বলে জানিয়েছেন অগ্রনী ব্যাংকের ভুইয়াগাতী শাখার ব্যাবস্থাপক।
এ-বিষয়ে রায়গঞ্জ থানার এস.আই নুরে-আলম মোঠোফোনে বলেন-এবিষয়টি একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রতারক হাফিজুর রহমান পলাতক রয়েছে। দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#