সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সোহেল রানা জয় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর মিনা বাজার এলাকায় মানবতার ফেরিওয়ালারা একটি বটবৃক্ষ রোপণ করেছেন। পরিবেশ ও সমাজ সচেতনতার অংশ হিসেবে তারা এ উদ্যোগ নেন। স্থানীয়রা জানান, বটবৃক্ষ শুধু ছায়া দেবে না, বরং প্রজন্মের পর প্রজন্ম মানুষের স্মৃতির অংশ হয়ে থাকবে। একদিন হয়তো যারা এ গাছটি লাগিয়েছেন তারা আর থাকবেন না, কিন্তু তাদের এই কাজ ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে কিভাবে তারা মানবতার জন্য কাজ করেছিলেন। উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেন, গাছ লাগানো মানে শুধু সবুজায়ন নয়—এটি মানবিকতার প্রতীকও। এই বটবৃক্ষ আগামী দিনে এলাকাবাসীর মিলনস্থল ও শান্তির প্রতীক হয়ে দাঁড়াবে। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও গাছ লাগানোর আহ্বান জানান।