
নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সংগঠন শক্তিশালী করা এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার কৌশল নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা দলের চলমান আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন