প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৪৬ পি.এম
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন

এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ছয় মাইল এলাকায় আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে একটি লোকাল বাসের সাথে একটি পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাখি ভ্যান চালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ছয় মাইল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লোকাল বাসটি দ্রুতগতিতে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Copyright © 2025 Matrijagat. All rights reserved.