নিজস্ব প্রতিবেদক
জনসমাগমে মুখরিত, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডে পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর নির্বাচনী পথসভা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথসভাটিকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি ও চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
পথসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের শক্তির ওপর ভরসা করতে হবে। জীবননগরের মানুষ সব সময়ই ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন নির্বাচনে আপনাদের ভোটই হবে পরিবর্তনের হাতিয়ার।”
সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের বর্তমান সামাজিক–অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মৌলিক স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি'র বিকল্প নেই।
পথসভায় এলাকার নারী–পুরুষ, তরুণ–যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ছিল উৎসবমুখর। বক্তাদের বক্তব্যের মাঝে মাঝেই শ্লোগান, করতালি ও নানা প্রতিক্রিয়ায় পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওয়ার্ডব্যাপী আরও পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।