
নিজস্ব প্রতিবেদক
মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সকল ওয়ার্ডের স্মার্টটিম প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ রুহুল আমিন এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই জনপ্রিয় প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, মাঠ পর্যায়ের করণীয় এবং সামগ্রিক নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় রুহুল আমিন বলেন,
“স্মার্টটিমের প্রতিটি সদস্যই মাঠে দলের অগ্রযাত্রার মূল শক্তি। জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জনই আমাদের মূল লক্ষ্য। দল ও জনগণের সেবায় সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে।”
এসময় উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ তাঁকে এমপি প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলার সব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।