নিজস্ব প্রতিবেদক
দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে জনতা-মুখী প্রতিশ্রুতির ঘোষণা রুহুল আমিনের চুয়াডাঙ্গা-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্যেই দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃষকদের নিয়ে এক বিশাল কৃষক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন। সমাবেশে হাজারো কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমপি প্রার্থী রুহুল আমিন বলেন, “এই এলাকার কৃষকরাই আমাদের প্রাণ। অথচ দীর্ঘদিন তারা ন্যায্য মূল্য, সার-কীটনাশক ও সেচের ক্ষেত্রে নানা অবহেলা ও বৈষম্যের শিকার। আমরা ক্ষমতায় গেলে কৃষকদের অধিকার নিশ্চিত করে দামুড়হুদাকে কৃষি উৎপাদনে মডেল উপজেলায় রূপান্তর করব।”
তিনি আরও বলেন, “যে রাজনীতি মানুষকে ধোঁকা দেয়, আমরা সেই রাজনীতি করি না। আমরা সত্য, ন্যায় ও মানুষের কল্যাণের পথে রাজনীতি করতে চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই লক্ষ্যে আমরা মাঠে আছি, মাঠে থাকব।”
সমাবেশে দামুড়হুদা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা এমপি প্রার্থী রুহুল আমিনের প্রতি সমর্থন জানিয়ে বলেন— “কৃষকদের স্বার্থ রক্ষায় রুহুল আমিনই হচ্ছে সঠিক নেতৃত্ব। তিনি দীর্ঘদিন মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে তিনি-যোগ্য প্রার্থী।”
সমাবেশে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন— সারের দাম কমানো ও সহজ প্রাপ্যতা ন্যায্যমূল্যের নিশ্চয়তা কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি সেচ সুবিধা ও বিদ্যুতের সংকট সমাধান মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা সব দাবি মনোযোগ দিয়ে শোনার পর রুহুল আমিন ঘোষণা করেন আপনাদের পাশে থাকাই আমার রাজনীতি। নির্বাচিত হলে কৃষকবান্ধব নীতিমালাকে অগ্রাধিকার দিয়ে কাজ করব।”
মঞ্চে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক তরুণ সমর্থক। নীল-সাদা সাজানো প্যান্ডেল, ব্যানার ও শ্লোগানে মুখর ছিল পুরো স্থান। বক্তৃতার প্রতিটি মুহূর্তেই সমর্থকদের হাততালি ও স্লোগান সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে
চুয়াডাঙ্গা-২ আসনের রাজনীতিতে কৃষক সমাবেশটি নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় ভোটাররা বলছেন—রুহুল আমিনের কৃষককেন্দ্রিক প্রতিশ্রুতি ও উন্নয়ন ভাবনা এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।