
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সাদামনের কর্মীবৃন্দ।
সভায় জনাব রুহুল আমিন বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এ উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আমাদের সবাইকে নির্বাচন কমিশনের আচরণবিধি পুরোপুরি মেনে চলতে হবে। কোনো উসকানি, সংঘাত কিংবা অপপ্রচার নয়—মানুষের দোরগোড়ায় গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিন।” তিনি নেতাকর্মীদের প্রতি ধৈর্য, শৃঙ্খলা এবং ভদ্র আচরণ বজায় রাখার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও বলেন, জনগণের আস্থা অর্জনের একমাত্র উপায় হচ্ছে নিয়ম মেনে পরিচ্ছন্ন প্রচারণা চালানো। এজন্য পোস্টার, মাইকিং, জনসংযোগসহ সব কার্যক্রমে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি ছিল গণসংযোগের প্রাণবন্ত পরিবেশে ভরপুর এবং এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে মুখর।