
অফিস বার্তা :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির ৯ নং ওয়ার্ড মংজয় পাড়া থেকে গাছবনিয়ার রাস্তা সংস্কারের কাজের মালামাল (রড, গাছের বললি ও পানির টাংকি) চুরির অপরাধে চোরকে আটক করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। পরে আসামীর পক্ষে জামিন আবেদন করিলে বান্দরবান আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় হারু মিয়ার ছেলে স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদকে বরইতলী বাজার থেকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের দুর্গম এলাকা মংজয় পাড়া থেকে গাছ বুনিয়া নিকুছড়ি রাস্তার সংস্কার কাজ বর্ষাকালে ভারি বৃষ্টিসহ সরকারি ফাউন্ড সল্পতার কারণে বন্ধ রাখে রফিক এন্টারপ্রাইজ নামের ঠিকাদার কোম্পানি। রাস্তার পাশে রেখে যাও রট, বল্লি, পানির টাংকি চুরি করে নিয়ে যায়। অনেকদিন খোঁজাখুঁজির পর তার বাড়ি থেকে সোমবার (২৩ নভেম্বর) চুরি হওয়া টাংকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নুর মোহাম্মদের বাড়ি থেকে উদ্ধার করে টিকাদার।
ঘুমধুম ইউনিয়নের দফাদার ছৈয়দ আলম জানান, দীর্ঘদিন চুরি হয়ে যাওয়া মালামাল গুলো খোঁজাখুঁজি করছিল টিকাদার কোম্পানি। সোমবার চুরি হওয়া মালামাল গুলো থেকে পানির টাংকি নুর মোহাম্মদের স্বীকারোক্তিতে বাড়ি থেকে উদ্ধার করা হয়।
মংজয় পাড়ার স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন জানান,
ইতিপূর্বে মংজয়পাড়া বিওপির সৈনিক স্প্যাশাল সৈনিকের ভুলবশত রেখে যাওয়া মসজিদের মিম্বর থেকে বিশ হাজার টাকা দামের স্মার্টফোন চুরি করেন এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অনেক খোঁজা খুঁজির পর নুর মোহাম্মদের বাড়ি থেকে মোবাইল উদ্ধার করে বিজিবি। তার বিরুদ্ধে মসজিদ ও মাদ্রাসার টাকা আত্মসাৎ সহ অনেক অপকর্মের অভিযোগ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক জানান, তার বিরুদ্ধে অভিযোগ সত্যটা পাওয়া গেছে। মামলা রুজু করে কোর্টে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বান্দরবান আদালত।