
স্পেশাল করেসপন্ডেন্টঃ
পুরাতন ঘা যেতে না যেতে বছরের শুরুতে নোয়াখালীর বাণিজ্যিক নগরী চৌমুহনী শহরের প্রাণ কেন্দ্রে  ব্যাংক রোড় সংলগ্ন  আগুন লেগে  ১শ ও বেশি দোকান আগুনে লেলিহান ভাসছে। আজ বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে পারে বলে জানাযায়।পরে নোয়াখালী ফায়ার স্টেশন  সহযোগিতায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়নি ।
 স্থানীয়রা  জানান সন্ধা একটি জুতার দোকান থেকে ধোঁয়া দেখতে পান, কিছুখনের মধ্যে তা আগুনের লেলিহান পরিণত হয়ে সম্পূর্ণ গলিতে আগুন ছড়িয়ে পড়েন।ঘটনা স্থান পরিদর্শন করেন জেলা পুলিশসুপার।
তবে ফায়ারসার্ভিসের দাবী পানি সংকট  থাকায় আগুন নিয়ন্ত্রণ নিতে ব্যর্থতা স্বীকার করেন।