কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ ২৬ টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০, মৎস্য অনুযায়ী অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম জানান নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল আমাদের দেশীয় মাছের প্রজনন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ । এসব জাল ব্যবহারে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়।”তাই মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ জাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “ অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহারের বিরুদ্ধে আমারা জিরো টলারেন্স নীতিতে রয়েছি। আগামীতে এ অভিযান চলমান থাকবে।”
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।