
আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
ভয়াবহ “আটাশ অক্টোবর” স্মরণে জলঢাকা উপজেলা জামায়াত–শিবির বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে অনুষ্ঠিত ঘটনার স্মরণে এবং সেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও অপরাধীদের উপযুক্ত বিচার দাবি করে বিকাল ৪:১৫ মিনিটে আল-ফালাহ কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন।
জমায়াতের উপজেলার নেতৃবৃন্দ—উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জনাব সাদের হেসেন এবং উপজেলা সহ-সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম সহ অনেকে নেতৃত্ব দেন।
জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের বর্বরতা সারা বিশ্বের বিবেককে স্তম্ভিত করেছিল। ঐ দিনের নির্মমতার স্থিরচিত্র ও ভিডিও দেখে হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে।”
উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন, “যদি এই হত্যার সঠিক ও কঠোর বিচার না করা হয়, তাহলে মানবতার ইতিহাস কলঙ্কিত হয়ে থাকবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আটাশ অক্টোবরসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও প্রতিশোধ নেবে।”
সমাবেশ শেষে উপস্থিতরা বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি পুনরাবৃত্তি করে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত করেন।