আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার নীলফামারী জলঢাকায় স্মরণকালের মোটরসাইকেল শোভাযাত্রা সকাল ১০'১৫ মিনিটে জলঢাকা শহর প্রায় আধা ঘন্টার জন্যে থমকে গেলো! ঝাঁকে ঝাঁকে প্রায় দুই সহস্রাধিক মোটর সাইকেল বেরুতে লাগলো জলঢাকা ডাকবাংলো থেকে শহরের আবু সাঈদ চত্বর হয়ে ডালিয়া মহাসড়কের দিকে। দুই পাশে উৎসুক জনতা দাঁড়িয়ে বিস্মিত চোখে দেখতে লাগলো স্মরনকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা। জলঢাকার মানুষ এতগুলো মোটর সাইকেলের এতো বিশাল শোভাযাত্রা এর আগে কখনও দেখে নি। দাঁড়িপাল্লা মার্কার লোগো সম্বলিত সবুজ ফিতা মাথায় বেঁধে মোটর সাইকেল আরোহিরা দাঁড়িপাল্লা শ্লোগান দিতে দিতে জলঢাকা শহর প্রদক্ষিন করে ডালিয়া রেড হয়ে এগিয়ে চললো গোলমুন্ডার দিকে। নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় দুই সহস্রাধিক মোটর সাইকেল অংশগ্রহন করে। মোটর শোভাযাত্রাটি জলঢাকা পৌরসভা সহ পুরো নির্বাচনী এলাকার ১১ টি ইউনিয়ন প্রদক্ষিন শেষে বিকাল ৪'০০ টায় জলঢাকায় এসে শেষ হয়। শোভাযাত্রার পুরোভাগে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী হুডখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার উচ্ছসিত অভিবাদনের জবাব দেন। জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, সহ. সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এ মোটর সাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন। উপজেলার সব-কটি ইউনিয়ন থেকে দুই হাজারের বেশী মোটর সাইকেলে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে এ শোভাযাত্রায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করতে দেখা যায়। কাঁঠালী ইউনিয়ন থেকে মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহনকারী সিদ্দিকুর রহমান বিপ্লব বলেন, তারা কাঁঠালী ইউনিয়ন থেকে প্রায় দুইশত মোটর সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহন করছেন। এই শোভাযাত্রায় অংশগ্রহন করতে পেরে তারা খুবই আনন্দিত। গোলমুন্ডা ইউনিয়ন থেকে আগত হাবিবুর রহমান হাবিব বলেন, তারা গেলমুন্ডা ইউনিয়নন থেকে দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে অংশগ্রহন করছেন এবং তিনি জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহন দেখে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান।