নীলফামারী প্রতিনিধিঃ জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় একটি চিহ্নিত অবৈধ পন্থায় বালু খেকো চক্র। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। গত ২৩শে আগষ্ট শনিবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বাঁধেরপাড় ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। বালুখেকো চক্র কর্তৃক সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনায় ৮জন নামীয় আসামি উল্ল্যেখ করে জলঢাকা থানা একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী ডলার ( ৪২ )। সূত্রমতে জলঢাকায় বালুখেকো একটি চক্র উপজেলা জুড়ে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পন্থায় সরকারি বালু হরিলুট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন গত শনিবার দুপুরে দৈনিক আমাদের বসুন্ধরা স্টাপ রিপোর্টার বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি গোলাম রব্বানী ডলার ও বাংলাদের ক্রাইম সংবাদের স্টাপ রিপোর্টার আল আমিন ইসলাম উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাঁধের পাড়ের অবৈধ বালুর স্পর্ট গিয়ে তথ্য চাইলে নেকবক্ত কুটিপাড়া বাসিন্দা দেলাবর হোসেনের পুত্র স্বপন মিয়া (৩৫) আকস্মিক এসে সাংবাদিকের উপর চড়াও হয় এবং নেকবক্ত বাঁধেরপাড় ডাঙ্গাপাড়া বাসিন্দা আনছার আলীর পুত্র সুমন মিয়া (২৭) কোন কিছু বুঝে উঠার আগের সাংবাদিকের উপর মারমুখি অবস্থান নিয়ে ক্যামেড়া ও মোবাইল কেড়ে নেয়। তাদের এমন আকস্মিক ও অতর্কিত কর্মকান্ড দেখে অলিয়ার ঘাটিয়ালের পুত্র লিমন মিয়া (২৮), রশিদুল ইসলামের ছেলে সুজাঙ্গীর ইসলাম (৩২), মজিবর রহমানের পুত্র সাদ্দাম হোসেন (৩৩), আনিছুর রহমানের পুত্র আলমগীর হোসেন (৩৫) আব্দুল জলিল (৩৫), হাসান (৪০) লাঠি, বেলছা ও বাঁকুয়াসহ মারমুখি অবস্থান নেয়। পরে সাংবাদিকের নিকট ছিনিয়ে নেয়া মোবাইল ফেরত দিলেও ক্যামেড়াটি নিয়ে লাপাত্তা হয়। সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে অবৈধ বালুখেকো চক্রটি সাংবাদিকের নিয়ে কুটক্তি করে প্রযুক্তির অন্যতম যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। সেই সঙ্গে সাংবাদিকের উপর অতর্কিত হামলাকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। অন্যথায় বৃহৎ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে জলঢাকার সাংবাদিক সমাজ।