মোঃ শফিকুর রহমান
বহুল প্রচলিত জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, মানবাধিকারকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক প্রেস ক্লাব এবং ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী সংকট, পেশাগত অসুরক্ষা ও আইনি হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের কাছে সাংবাদিক সমাজের পক্ষে সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—
সাংবাদিকদের উপর মামলা–হামলা বন্ধে বিশেষ আইনগত সুরক্ষা,
সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের মাসিক ভাতা প্রদান,
পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার বা হয়রানি না করার নিশ্চয়তা,
প্রত্যেক সাংবাদিকের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এককালীন পেনশন ব্যবস্থা,
নীতি প্রণয়ন ও সত্য-বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের সহযোগিতা নিশ্চিতকরণ।
তিনি এশিয়ান টিভির সাংবাদিক শিহাবকে মিরপুর থেকে পুলিশ অহেতুকভাবে আটক করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমান।
তিনি বর্তমান সময়ে গণমাধ্যমের উপর নানা ধরনের চাপ ও অপপ্রচারের চিত্র তুলে ধরে বলেন,
“বর্তমানে দেশে সাংবাদিকদের নামে অহেতুক ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ি থেকে সাংবাদিকদের ধরে নিয়ে গিয়ে ছাত্র-জনতা কিংবা রাজনৈতিক মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে— যা সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় হুমকি।”
তিনি সকল নির্যাতিত ও আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২ বছরের সাফল্যময় পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান আলোচক হিসেবে পাকিস্তান থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াক আলী। তিনি দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ১২ বছরের সাফল্যময় পথচলার জন্য অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দৈনিক দুর্নীতি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাইজুল ইসলাম তালুকদার হিরু,
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিমিটেড-এর সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী,
অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী,
সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম,
মোঃ নজরুল ইসলাম,
মোঃ হাবিবুর রহমান,
মোঃ নাঈম,
মোঃ রাসেল,
মোঃ কুতুব উদ্দিন,
মোঃ শিহাব উদ্দিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাহসী অনুসন্ধানী প্রতিবেদন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করেন।