মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী -২০২৫ 'এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শণী সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনের পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ)ঈষিতা আকতার বিষেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্দ তিতুমির।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক হরিণাকু-ু শাখার ব্যবস্থাপক এজিএম মোবাশ্বের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা আক্তার, সমাজসেবা অফিসার শিউলি রাণীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জামায়াতে জামায়াতে ইসলামী বাংলাদেশ হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমীর বাবুল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি সাইফুর রহমান বাদল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও খামারিরা। এবছর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলায় ৩৩ টি স্টল স্থান পেয়েছে।
বিভিন্ন খামারী, উদ্যোক্তা, কৃষাণ-কৃষাণী তাদের পালিত পশু-পাখি প্রদর্শণ করেছে স্টলগুলোতে। আলোচনা ও প্রদর্শণী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জন উদ্যোক্তাকে পুরুষকৃত করা হয়। পুরুষকৃতদের হাতে সার্টিফিকেট এবং নগদ অর্থের চেক প্রদান করা হয়। আগামী ২ ডিসেম্বর মেলা সমাপ্তির মধ্যদিয়ে পুরস্কারপ্রাপ্ত খামারিদের হাতে এসব তুলে দেওয়া হবে।