
ফয়ছল কাদির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ঘিরে রয়েছে নানান বির্তকিত কান্ডের গল্প! সেখানে ডিবি ও থানা পুলিশের মদদে চলছে অবৈধ সব কাজকারবার! তবে ডিবি পুলিশের ওসির সাথে রুবেলের সুসম্পর্ক থাকার কারণে ধারাবাহিকতায় চলছে এইসব অবৈধ কাজকারবার । আর এই রুবেলকে সেলটা দিচ্ছেন বিএনপির শ্রমিক দলের কয়েকজন নেতা । বিগত দিনেও ফলস্বরূপে এমন অনেক নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। তবে বর্তমানে শ্রমিকদলের কয়েকজন নেতার ইশারায় জমজমাট জাফলংয়ের অবৈধ সকল কাজকারবার!
প্রাপ্ততথ্য সুত্রে, জাফলং বল্লাঘাট কাউসার মিলের নিচ হতে ৫০০ ফুটের বালুবাহী গাড়ি প্রতি ১০০০ টাকা , ফেলুুটার প্রতি ১০০০ টাকা , নৌকা প্রতি ৩০০/৫০০ টাকা নিয়মিত চাঁদা উত্তোলন হচ্ছে । শুধু তাই নয় ভারত থেকে অবৈধ পথে আসা কম্বল, কিট, কসমেটিক, মাদক, অস্ত্রসহ একাধিক পণ্য কিন্তু অদৃশ্য কারণে থানা পুলিশ নীরবতা পালন করছে তবে এ বিষয়ে সিলেটের বারুদ প্রতিবেদকের সরজমিন তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে ।
বর্তমানে রুবেল গংদের ইশারায় জাফলং এর জিরো পয়েন্টের চোরাচালান হতে ডিবি পুলিশের লাইনম্যানের ভূমিকায় নিয়মিত নির্ধারিত হারে চাঁদা উত্তোলন করে আসছেন জাফলং জিরো পয়েন্ট ও বল্লা ঘাট এলাকায় হাসুর পুত্র রুবেল।স্থানীয় একাধিক বিশস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ প্রসঙ্গে রুবেলের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান আমরা ওই এলাকার সন্তান আমাদের বিরুদ্ধে নিউজ করে কোন লাভ হবে না, এতদিন আওয়ামী লীগের লোক খাইছে এখন আমরা বিএনপির লোক কেন খাইতে পারবো না।
পর্ব – (১)