মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নের তেঘরীহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ইউনিয়ন আমির ডা. মোক্তার হোসেনের নেতৃত্বে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু রোগ, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, জামায়াত নেতা রেজাউল ইসলাম, মাস্টার সৌরভ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক থানা সেক্রেটারি ছাত্রনেতা শাকিল আর সালাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, জামায়াত কর্মী মানে সমাজ কর্মী, সাধারন মানুষের সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাবো ইনশা আল্লাহ।