
ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ প্রতিনিধি (জামালপুর):-
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম খালেক, সমবায় কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার-ভিডিপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে কুচকাওয়াজ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।