মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি, জামালপুর জামালপুর সদর থানাধীন পৌর-শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় হোটেল খোদোয়া আবাসিকে ডাকাতদল অবস্থান করছে এমন সংবাদের ভিক্তিতে রাত আনুমানিক তিনটা চল্লিশ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ০৫ জন ডাকাতকে অস্ত্র সহ আটক করেছে জামালপুর ডিবি ০১ ৷ আবাসিক হোটেলে অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাটার মেশিন, ২টি দারালো ছুরি, ১টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ০৫(পাঁচ) জন অস্ত্রধারী ডাকাতকে আটক করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি-০১ ৷ জামালপুর ডিবি -০১ চৌকশ অফিসার এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই (নিঃ)সুমন চন্দ্র সরকার, মোঃ আতিকুর রহমান, মোঃ সোহাগ রানা, আব্দুল্লাহ আল আজাদ, আব্দুল মতিন এর সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখা চৌকশ অফিসার গন সফল অভিযান পরিচালনা করেছেন । ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটককৃত ডাকাত জাহের আলী(৬৫), পিতা-মৃত মেহের আলী, মাইন উদ্দিন(৩৫), পিতা-মৃত শহিদ মিয়া, মোঃ কাওসার মিয়া(৩০), পিতা-আব্দুল মান্নান,মোঃ আকাশ মিয়া(২৮), পিতা-অলি মিয়া, সর্ব সাং-সেন্দ উত্তরপাড়া (জজ মিয়া সরদার বাড়ির কাছে), ইউনিয়ন রামরাইল, বিল্লাল হোসেন(২৮), পিতা-মৃত ফজলুল হক, সাং-মজলিশপুর খরমপুর পাড়া, ইউনিয়ন মজলিশপুর, সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ডিবি পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা বলেন মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে৷ জেলা জুড়ে অভিযান চলমান থাকবে৷